সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও মইনুলের দায়িত্বগ্রহণ

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 12:07 PM
Updated : 1 July 2015, 01:58 PM

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মইনুল বুধবার তার নতুন দায়িত্ব বুঝে নেন।

মইনুল ইসলাম এর আগে সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) ছিলেন। আর প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে ছিলেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, যিনি সম্প্রতি সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন।

সেনা বাহিনীর এই তিন তারকা জেনারেল ২০০৯ সালে পিলখানা বিদ্রোহের ঘটনার পর বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনীর দায়িত্ব পান। তার সময়ে এ বাহিনীর নাম বদলে বিডিআর থেকে বিজিবি হয়, পোশাকও বদলে যায়।

লেফটেন্যান্ট জেনারেল মইনুল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে পিএসও’র দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।