ঝিনাইদহে কৃষককে অপহরণ, ৫ লাখ টাকা দাবি

ঝিনাইদহে এক কৃষককে অপহরণের পর অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছন তার স্বজনরা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 09:13 AM
Updated : 1 July 2015, 10:12 AM

অপহৃত কৃষকের নাম ক্ষিতিশ বিশ্বাস। গত রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলায় ফুরসুন্দি গ্রামে বাড়ি থেকে তাকে অপহরণের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় একটি মামলাও হয়েছে।

মামলার বরাত দিয়ে জেলার সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, তিনজন অস্ত্রধারী মধ্যরাতে বাড়িতে ঢুকে ‘তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে’ বলে ক্ষিতিশকে ধরে নিয়ে যায়।

অপহরণকারীরা এ সময় বাড়িতে থাকা ৩০ হাজার টাকাও লুটে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ক্ষিতিশের স্ত্রী মাধবী বিশ্বাস।

তিনি পুলিশকে জানিয়েছে, অপহরণকারীরা মোবাইল ফোনে যোগাযোগ করে তার স্বামীর মুক্তির জন্য সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দর কষাকষিতে তা পাঁচ লাখে নামায়।

টাকা না দিলে ক্ষিতিশকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি মামলায় অভিযোগ করেছেন। 

গোপিনাথ কানজিলাল বলেন, তারা ক্ষিতিশকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।