ফরিদপুরে পাটক্ষেতে গৃহবধূর লাশ, আটক ৩

ফরিদপুরের সালথা উপজেলায় পাটক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 10:02 AM
Updated : 29 June 2015, 10:02 AM

সালথা থানার উপ-পরিদর্শক এসআই ওয়াহিদুজ্জামান জানান, সোমবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত লিপিয়া বেগম (৪০) ওই গ্রামের শাহজাহান মাতুব্বরের স্ত্রী এবং সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের মৃত আফজাল মোল্যার মেয়ে।

এ ঘটনায় শাহজাহান মাতুব্বরসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই তানজিৎ আহম্মেদ বলেন, “আমার বোনকে তার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।”

স্থানীয়দের বরাত দিয়ে এসআই ওয়াহিদুজ্জামান বলেন, পারিবারিক কলহের পর রোববার দুপুর থেকে লিপিয়া বেগম নিখোঁজ ছিলেন। সোমবার সকালে এলাকাবাসী পাটক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎হ্ন রয়েছে বলে জানান তিনি।