এফ-৭ ফাইটার সাগরে বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ জঙ্গি বিমান প্রশিক্ষণ চলাকালে সাগরে বিধ্বস্ত হয়েছে, নিখোঁজ রয়েছেন একজন বৈমানিক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 06:56 AM
Updated : 29 June 2015, 07:38 AM

চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলম জানান, নিখোঁজ ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদের খোঁজে বিমান বাহিনীর হেলিকপ্টার এবং নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের জাহাজ সাগরে অনুসন্ধান চালাচ্ছে।   

তিনি বলেন, সোমবার সকালে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর ১১টা ১০ মিনিটে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

“এরপর তল্লাশি শুরু হয়। পৌনে ১২টার দিকে নিশ্চিত হওয়া যায় যে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সাগরের ছয় মাইল ভেতরে বিমানটি বিধ্বস্ত হয়েছে।”

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি বিমান বাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী কারণে বিমানটি নিখোঁজ হয়েছে আমরা এখনও নিশ্চিত নই। তদন্ত কমিটি করে কারণ অনুসন্ধান করা হবে।”

তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য না জানিয়ে নূর ইসলাম বলেন, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পরে বিস্তারিত জানানো হবে।