খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য খুন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 09:51 AM
Updated : 28 June 2015, 09:51 AM

রোববার সকালের উপজেলার পশুরাম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

নিহত রন্জন চাকমা ওরফে বিশ্বাস মেম্বার (৫০) লক্ষ্মীছড়ি উপজেলার হাজাছড়া গ্রামের নামিয়া চাকমা ছেলে।

তিনি ইউপিডিএফ এর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন খাগড়াছড়ি ইউপিডিএফ প্রেস সেকশনের প্রধান নিরন চাকমা।

এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন তিনি। 

নিরন চাকমা বলেন, “রনজন চাকমা সাংগঠনিক কাজে ওই এলাকায় অবস্থান করছিল। তার অবস্থান সম্পর্কে জেনে সন্তু লারমার দলের লোকেরা সেই বাড়িতে এসে গুলি করে পালিয়ে যায়।”

তবে জনসংহতি সমিতির সহ-তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনার সঙ্গে তার দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।

ঘটনাস্থলের কাছের গুইমারা থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, রঞ্জন চাকমা চা খেতে পশুরাম ঘাট এলাকায় যান। এ সময় বুদ্ধধন কারবারী গ্রামে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল রামগড় থানার আওতায় জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা রামগড় থানা নিবে।

রামগড় থানার ওসি মাইনউদ্দিন জানান, লাশ উদ্ধারের জন্য তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।