বেগম রোকেয়ায় প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস রোববার থেকে শুরু হচ্ছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2015, 02:30 PM
Updated : 13 June 2015, 02:34 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের বরণ করতে ওই দিন ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর বিশ্ববিদ্যালয় পরিচিতি ও শিক্ষামূলক আলোচনা শেষে নবীনদের বরণ করে নেওয়া হবে।

নবীনবরণের এসব আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একেএম নূর-উন-নবী সভাপতিত্ব করবেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ ও কবি রুবী রহমান উপস্থিত থাকবেন।

বিকাল ৪টায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।