চট্টগ্রামে ৩ অপহরণকারী গ্রেপ্তার, একব্যক্তি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 10:18 AM
Updated : 2 June 2015, 10:18 AM

অভিযানের সময় অপহৃত একব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। 

বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, সোমবার রাতভর বাকলিয়া ও কোতোয়ালী এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দেলোয়ার হোসেন বাবলু (২৪), শাহজাহান ওরফে রানা (২২) ও মাসুদ (২০)।

উদ্ধারকৃত ভুট্টো বড়ুয়া (৩৩) কক্সবাজারের জিলংজা বড়ুয়া পাড়ার বাসিন্দা। একসময়কার ব্যবসায়ী এই ব্যক্তি বিভিন্ন বৌদ্ধ মন্দিরে দিন কাটান বলে পুলিশকে জানিয়েছেন।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার নগরের নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনে আট-দশ জন লোক ভুট্টোকে তুলে নিয়ে যায় তারা।

“বাকলিয়ার বগারবিল এলাকার একটি ভবনে আটকে রেখে তার পরিবারের কাছে ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

পরে পুলিশ অভিযান চালিয়ে ভুট্টোকে উদ্ধার করে এবং দেলোয়ারকে গ্রেপ্তার করে।

দেলোয়ারের দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার নন্দনকানন এলাকা থেকে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “গ্রেপ্তার শাহজাহান ওরফে রানা নন্দনকানন এলাকায় পুলিশের সোর্স হিসেবে কাজ করেন বলে দাবি করেছে। এ বিষয়ে যাচাই বাছাই চলছে।”

এদিকে উদ্ধার ভুট্টো বড়ুয়া বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে মোট ১০ জনের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি অপহরণ মামলা করেছেন।