২০ কোটি টাকার মোবাইল ফোন জব্দ

মিথ্যা ঘোষণা দিয়ে আনা সাত হাজার মোবাইল ফোন সেট জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 09:30 AM
Updated : 30 May 2015, 11:42 AM

চার্জারের নামে এসব মোবাইল ফোন সেটগুলো আনা হয়েছিল।

শনিবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘কার্গো ভিলেজ’ থেকে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার হংকং থেকে মোবাইলগুলো আনা হয়েছিল। প্যাকেটের ভেতরে মোবাইল থাকলেও ঘোষণা ছিল চার্জারের।

“শনিবার সকালে কাস্টমসের ‘প্রিভেনটিভ’ দল তল্লাশি করে সাত হাজার মোবাইল ফোন পান। মোবাইলগুলোর আনুমানিক বাজারদর বিশ কোটি টাকা।”

এ বিষয়ে একটি মামলা করা হয়েছে বলে জানান শহীদুজ্জামান।