স্বামীকে গলাকেটে খুন, স্ত্রী আটক

পারিবারিক কলহের জেরে গাজীপুরের কালিয়াকৈরে এক নারী তার স্বামীকে গলা কেটে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 11:49 AM
Updated : 28 May 2015, 11:49 AM

বৃহস্পতিবার ভোরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনার পর তার স্ত্রীকে আটক করা হয়েছে। তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত জাকির হোসেন (৫০) কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেব হোসেনের ছেলে। তিনি সফিপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে সপরিবারে থেকে একটি স্পিনিং মিলে চাকরি করতেন।

এ ঘটনায় তার স্ত্রীকে (৩২) আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে সফিপুরে ভাড়া থাকতেন জাকির। পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে রাতে কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে দেন তার স্ত্রী। পরে ভোরে ছোরা দিয়ে তাকে গলা কেটে হত্যা করেন।

খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার এবং স্ত্রীকে আটক করা হয়েছে।

“পারিবারিক কলহের জেরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে হত্যার কথা স্ত্রী স্বীকার করেছেন।”

স্ত্রীর দেওয়া তথ্যানুসারে হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।