চট্টগ্রামে সন্দেহভাজন তিন মানব পাচারকারী আটক

ভারতে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 10:39 AM
Updated : 27 May 2015, 10:39 AM

বুধবার সকালে ওই এলাকার ব্যাংক কলোনির একটি বাসা থেকে তিনজনকে আটক করা হয়।

বাসাটি থেকে দুই যুবককেও উদ্ধার করা হয়েছে, যাদেরকে পাচারের জন্য সেখানে আনা হয়েছিল বলে জানিয়েছেন ইপিজেড থানার ওসি আবুল কালাম। 

গ্রেপ্তাররা হলেন- মো. সেলিম (২৫), মো. আলী (১৯) ও হেলাল উদ্দিন রানা (২১)।

উদ্ধাররা হলেন রাকিব হোসেন (২৭) ও মো. হাসান (১৮)।

ওসি আবুল কালাম সাংবাদিকদের বলেন, ভারতের বেঙ্গালুরুতে পাঠানোর কথা বলে রাকিব ও হাসানকে ওই বাসায় আনা হয়েছিল।

“পরে দুই নারীসহ আরও ১০ জনের আসার কথা ছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে।”

ওসি কালাম বলেন, আটকরা জানিয়েছে, পাঁচ সদস্যের একটি চক্র গরিব মানুষদের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারে জড়িত।

উদ্ধার দুইজন ভারতে যাওয়ার প্রস্তুতি নিলেও তাদের কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি বলে জানান ওসি।