নারায়ণগঞ্জে দুই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বিল পরিশোধ না করায় নারায়ণগঞ্জে দুটি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 02:50 PM
Updated : 26 May 2015, 02:50 PM

মঙ্গলবার ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো- হিমালয় পেপার অ্যান্ড বোর্ড মিল ও মহাবুব স্পিনিং।

তিতাসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১১ কোটি টাকা বকেয়া বিল পরিশোধ না করায় এ দুটি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”

তিনি জানান, বকেয়া বিল আদায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধ করতে সম্প্রতি বিশেষ অভিযানে নেমেছে তিতাস।

চলতি সপ্তাহে রাজধানীতে হোটেল, রেস্তোরাঁসহ ৫১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে সিএনজি স্টেশনসহ একাধিক শিল্প কারখানার সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান উপ-মহাব্যবস্থাপক।