স্বতন্ত্র বেতন স্কেল দাবি শাবি শিক্ষকদের

প্রস্তাবিত বেতন কাঠামোতে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 01:50 PM
Updated : 26 May 2015, 01:50 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ দাবিতে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক।

পরে একই স্থানে সমাবেশ করেন তারা।

প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো বৈষম্যমূলক দাবি করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেন বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। সার্কভুক্ত অনেক দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষকদের বেতন কম।

পর্যাপ্ত বেতন ও সুযোগ-সুবিধা না দিলে মেধাবীরা এ পেশায় আসবে না, যা দেশের মানবসম্পদ সৃষ্টিতে ব্যাঘাত ঘটাবে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নতুন বেতন কাঠামো হলে যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ার কথা সেখানে প্রস্তাবিত কাঠামোয় বেতন আরও কমিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

কিছু অযৌক্তিক সুপারিশের কারণে প্রস্তাবিত বেতন কাঠামো গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে তিনি মনে করেন।

বেতন কাঠামোকে সকলের উপযোগী করে পুনর্নির্ধারণ করার আহ্বান জানান তিনি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গণির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আব্দুল আউয়াল বিশ্বাস, সাজেদুল করিম, আকতারুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ প্রমুখ।