চট্টগ্রামে বিএসআরএমকে লাখ টাকা জরিমানা

অনুমোদন না নিয়ে নালার উপর স্ল্যাব বসানোয় রড তৈরির কারখানা বিএসআরএমকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 01:10 PM
Updated : 26 May 2015, 01:14 PM

মঙ্গলবার বিকালে নগরীর বায়েজিদ এলাকায় অবস্থিত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিল (বিএসআরএম) কারখানায় অভিযান চালিয়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এ জরিমানা করেন।

নাজিয়া শিরিন বলেন, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই কারখানার সামনের নালার উপর ছয়টি স্ল্যাব স্থাপন করায় সিটি করপোরেশন আইনের ৯৩ ধারায় এ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটি ওই নালাটি সঠিকভাবে পরিস্কার করেনি বলেও জানান তিনি।