পুলিশের দিকে হাতবোমা, পাল্টা গুলিতে নিহত ১

রাজধানীর যাত্রাবাড়ীতে মধ্যরাতে পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরেকজন। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 03:08 AM
Updated : 25 May 2015, 09:09 AM

পুলিশ বলছে, টহল গাড়িতে হাতবোমা ছুড়ে পালানোর সময় তাদের গুলি করা হয়।

রোববার রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর ছনটেক বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক সেন্টু দাস জানান, রাতে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।

“এদের মধ্যে সোহেল (২৮) নামের এক যুবক অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। আর সজীব নামে পায়ে গুলিবিদ্ধ আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”   

দুজনের বিরুদ্ধেই যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে বলে সেন্টু দাস জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাতে ওই এলাকায় পুলিশের টহল গাড়িতে হাতবোমা ছুড়ে পালানো চেষ্টা করে তারা। পুলিশ পাল্টা গুলি চালালে দুজনই গুলিবিদ্ধ হয়।”

এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ওসি অবনী শংকর কর বলেন,“ সোহেল ওরফে নাটাই সোহেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর বিল্লাল হত্যা মামলাসহ ছয়টি মামলা আছে। এছাড়া শ্যামপুর থানায় তার বিরুদ্ধে ডাকাতির মামলা আছে।”