ভালুকায় দুর্ঘটনায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাককর্মী নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 06:17 AM
Updated : 24 May 2015, 07:09 AM

ভালুকা থানার ওসি গোলাম সারোয়ার জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে মাস্টারবাড়ি এলাকার মায়ের দোয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ক্রাউন স্যুয়েটারের শ্রমিকবাহী একটি বাসের চাপায় লাভিদ গার্মেন্টসের এক শ্রমিকের মৃত্যু হলে আশপাশের পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তাদের বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে সাড়ে ১০টার পর যান চলাচল শুরু হয়।

নিহত শ্রমিকের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানাতে পারেনি পুলিশ।