‘রাষ্টীয় মদদে’ ধর্ষকরা বেপরোয়া: সিপিবি

নিপীড়কদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দল বেঁধে ধর্ষণের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 01:07 PM
Updated : 23 May 2015, 01:07 PM

বৃহস্পতিবার রাতে রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে এক গারো তরুণী দেড় ঘণ্টা ধরে দলবদ্ধ পাশবিকতার শিকার হওয়ার প্রেক্ষাপটে দলটি নিন্দা জানিয়ে শনিবার বিবৃতি দেয়।

দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ওই বিবৃতিতে বলেন, একের পর এক ধর্ষণ, যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। ধর্ষণ-নিপীড়নের কোন ঘটনারই বিচার হচ্ছে না। অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলেও মনে করেন তারা।

বিবৃতিতে বলা হয়, নিপীড়নের বিচারপ্রার্থীদের আক্রান্ত হতে হচ্ছে। পুলিশপ্রধান যৌন নিপীড়নকে ‘দুষ্টুমি’ বলে চিহ্নিত করে ধর্ষক-যৌন নিপীড়কদের উসকে দিয়েছেন। রাষ্ট্রের উসকানি ও মদদে ধর্ষকরা এখন বেপরোয়া হয়ে উঠেছে।

বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন নিপীড়নের ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন সংগঠনের আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার রাতে ধর্ষণের ওই ঘটনা ঘটে।

বিবৃতিতে সরকারের ‘নির্বিকার’ ভূমিকায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যৌন নিপীড়ন রুখে দাঁড়ানোর আহ্বান জানায় সিপিবি।