সারা দেশে প্রথম ধাপে হবে ১২টি হাইটেক পার্ক: পলক

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার দেশের বিভিন্ন অঞ্চলে প্রথম ধাপে ১২টি হাইটেক পার্ক নির্মাণ করবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 10:09 AM
Updated : 23 May 2015, 10:09 AM

শনিবার বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইসিটি কমিটির সদস্য ও সুধী সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান।

হাইটেক পার্ক নির্মাণের জন্য এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে জমি নির্বাচনের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।

প্রথম পর্যায়ের নির্মাণ পরিকল্পনায় থাকা ১২টি হাইটেক পার্কের একটি বরিশালে হবে জানিয়ে পলক বলেন, “সরকার চায় বরিশাল তথা দক্ষিণাঞ্চলকে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তুলতে।”

হাইটেক পার্ক নির্মাণের জন্য বরিশাল শিক্ষা বোর্ড এলাকায় সাড়ে নয় একর জমি নির্বাচন করা হয়েছে। পার্কটি নির্মাণে ১২০ কোটি টাকা খরচ হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক শহীদুল আলমসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।