নেত্রকোণায় ঝড়ে গাছ পড়ে বৃদ্ধা নিহত

নেত্রকোণা সদর উপজেলার তিন ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে এক হাজারের বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বসতঘরে গাছ ভেঙে পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 07:24 AM
Updated : 23 May 2015, 07:24 AM

নিহত উকিলের নেছা (৯০) কেগাতি ইউনিয়নের বাসাতি গ্রামের বাসিন্দা।

শনিবার সকালে সদর উপজেলার কেগাতি, মৌগাতি ও রায়পুর ইউনিয়নের ১২টি গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়।

জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার জানান, ঝড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

এদের মধ্যে গুরুতর কয়েকজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কাজি নূরুল ইসলাম জানান, ঝড়ের সময় বসতঘরের উপর গাছ ভেঙে পড়লে তাতে চাপা পড়ে বৃদ্ধা উকিলের নেছা মারা যান। জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শক করে লাশ দাফনের জন্য নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা দিয়েছেন।

এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পরবর্তীতে তাদের ক্ষতিপূরণে ব্যবস্থা করা হবে বলে জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।