নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান খুন

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 09:35 AM
Updated : 22 May 2015, 09:35 AM

নিহত মাহবুবুল আলম খান রানা বড়তলী-বানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার গ্রামের বাড়ি মোহনগঞ্জের মাহমুদপুরে। এলাকায় তিনি বিএনপি সমর্থক হিসাবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, স্থানীয় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং মাদক মামলায় জামিনে থাকা এক ব্যক্তি ও তার সমর্থকদের হামলায় বৃহস্পতিবার দুপুরে রানা আহত হয়েছিলেন। 

নেত্রকোণার পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে  শহরের কাচিঝুলি এলাকায় নিজের বাসায় ফেরেন রানা। শুক্রবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

“তার উপর হামলাকারী মজিবুর রহমান এক সময় মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। দুই বছর আগে মাদক মামলায় আটক হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ”, বলেন পুলিশ সুপার। 

বৃহস্পতিবার বেলা ১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের পোদ্দারপট্টি এলাকায় মা জুয়েলার্স নামে একটি দোকানে হামলার শিকার হন রানা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দুপুরে মজিবুরের নেতৃত্বে একদল যুবক এসে ওই দোকানে থাকা রানাকে মারধর করে পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, হামলার আগের দিন মাদক সেবন নিয়ে চেয়ারম্যান ও মজিবুরের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল।

“ওই বিরোধের জেরেই চেয়ারম্যানের ওপর হামলা হয়েছে বলে ধারণা করছি”, বলেন জাকির হোসেন।

রানার লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, মাদক মামলায় বেশ কিছুদিন জেল খেটে ২০১৩ সালে জামিনে বেরিয়ে আসেন মজিবুর।