কর্ণফুলীতে জাহাজে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে একটি লাইটার জাহাজে আগুনে পুড়ে মারা গেছেন এক কর্মচারী। এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আরও দুজন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 04:52 PM
Updated : 21 May 2015, 04:52 PM

বৃহস্পতিবার ভোরে মাতব্বর ঘাট এলাকায় ওটি তাসভির-৩ নামে জাহাজটিতে আগুন ধরে বলে কর্ণফুলী থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন।

এতে দগ্ধ জয়নাল আবেদিন (৩৫), আকতার হোসেন (২৩) ও আল আমিন মিলনকে (২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে জয়নুল মারা যান বলে বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. স্বরূপ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, আহত দুজনের শরীরেরও বেশিরভাগ অংশ পুড়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এসআই মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৪টার দিকে ইঞ্জিনে কাজ করার সময় আগুন লেগে যায়। আগুনে জাহাজের তিন কর্মচারী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।”

অগ্নিকাণ্ডের পর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান।