কুড়িগ্রামে মুক্তিপণ দাবিতে ব্যবসায়ীকে অপহরণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার এক কাপড় ব্যবসায়ীকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 12:19 PM
Updated : 21 May 2015, 12:19 PM

অপহৃত আব্দুল মোত্তালেব ওরফে চাঁদ মিয়ার (৪৫) ‘শাপলা ক্লথ স্টোর’ নামে উপজেলার পাগলারহাট বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে।

বুধবার রাত ১১টার দিকে বাজার থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ভুরুঙ্গামারী থানার ওসি আবু মইন মো. দিলওয়ার হাসান জানান, বৃহস্পতিবার সকালে অপহরণকারীরা চাঁদ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় অপহৃতের ছোট ভাই রুহুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

অপহৃতকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।

রুহুল ইসলাম বলেন, তার ভাই চাঁদ বাড়ি ফেরার পথে উমর আলী হাফিজিয়া মাদ্রাসার সামনে সাদা রঙের একটি কালো গ্লাসের মাইক্রোবাস পথরোধ করে তাকে গাড়িতে তুলে নেয়। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা সটকে পড়ে।

এদিকে অপহৃত চাঁদ মিয়াকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট করছে পাগলারহাট ব্যবসায়ী সমিতি।

সমিতির সভাপতি ইউসুফ আলী ও স্থানীয় ব্যবসায়ী ওসমান আলী ধর্মঘটের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।