সিরাজগঞ্জে জমির বিরোধে কৃষক খুন, সংঘর্ষ

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠিপেটা ও ধারালো অস্ত্রে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনার পর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 07:52 AM
Updated : 7 May 2015, 01:55 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার খৈচালা গ্রামে এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়জনকে আটক করেছে বলে রায়গঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান।

নিহত আব্দুর রশিদ (৬৫) ওই গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে। তার ভাই আব্দুল লতিফ (৩৫), বোন মাজেদা খাতুন (৫০) ও ভাগ্নে জহুরুল ইসলামকে (২৫) আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক নয়জন হলেন- নিহতের চাচাতো ভাই আমজাদ হোসেন (৫৫), তার স্ত্রী ফরিদা বেগম (৫০), তাদের দুই জমজ ছেলে হাসান আলী (২৬) ও হোসেন আলী (২৬), ছেলেদের স্ত্রী সালমা খাতুন (২০) ও রোজিনা খাতুন (২১), আলাউদ্দিন (৫০), তার স্ত্রী সাহেরা খাতুন (৪৫) এবং আবু সাঈদের স্ত্রী শিল্পী খাতুন (৩৫)।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই মোস্তাফিজ জানান, ৫২ শতক জমি নিয়ে রশিদ ও আমজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার ভোরে রশিদ তার লোকজন নিয়ে ওই জমিতে ধান কাটতে যায়। এক পর্যায়ে আমজাদ সমর্থকরা রশিদকে একা পেয়ে লাঠিপেটা ও ছুরি মেরে হত্যা করে।

খবর পেয়ে রশিদের সমর্থকরা সেখানে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন।

আটক নয়জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।