টঙ্গীতে ‘পুলিশের সোর্স’ খুন

টঙ্গীতে স্থানীয় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 03:43 AM
Updated : 7 May 2015, 10:03 AM

নিহত রাসেল (২o) পুলিশের ‘সোর্স’ হিসেবে কাজ করতেন বলে টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানিয়েছেন।

তিনি জানান, রাত পৌনে ৮টার দিকে এরশাদ নগর পুনর্বাসন এলাকার ৭ নম্বর ব্লকে দুর্বৃত্তরা রাসেলকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

রাসেলের বাড়ি ওই এলাকার ১ নম্বর ব্লকে। তার বাবা সেলিম স্থানীয় ঝুট ব্যবসায়ী।

পুলিশ ও নিহতের পরিবারের ধারণা, পুলিশের মাদক বিরোধী অভিযানের কারণে ক্ষুব্ধ হয়ে মাদক বিক্রেতারা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

এসআই সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি টঙ্গী মডেল থানায় নতুন ওসি মোহাম্মদ আলী যোগদানের পর মাদক বিরোধী অভিযান শুরু করেন।

সোর্স রাসেলের তথ্যের ভিত্তিতে এরশাদ নগরে পুলিশের অভিযানও চলে।

এসব ঘটনায় এরইমধ্যে মাদকদ্রব্যসহ কয়েকজনকে গ্রেপ্তার এবং চিহ্নিত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

তিনি বলেন, এর জেরে পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করা হয়ে থাকতে পারে। রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ।