জমির বিরোধে সংঘাত, নেত্রকোণায় নিহত ১

নেত্রকোণার কলমাকান্দায় বিরোধপূর্ণ জমিতে ধানকাটার সময় সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও নয়জন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 07:30 AM
Updated : 5 May 2015, 12:38 PM

কলমাকান্দা থানার ওসি বশীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নাজিপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামে সংঘর্ষের পর একজনকে আটক করেছে পুলিশ।

নিহত জালু মিয়া (৫৫) ওই গ্রামেরই কৃষক। আহতদের মধ্যে রজব আলী (৩২) ও আনসার আলী (২৮) নামের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বশির আহমেদ বলেন, জালু মিয়ার সঙ্গে গ্রামের পল্লী চিকিৎসক আমির হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জালু মিয়া লোকজন নিয়ে ওই জমিতে ধান কাটতে গেলে আমিরের লোকজন বাধা দেয়।

"এ সময় দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অস্ত্রের আঘাতে গুরুতর আহত জালু ঘটনাস্থলেই নিহত হন।"

ওসি জানান, আহতরা সবাই জালু মিয়ার লোক। ঘটনার পরপরই অভিযান চালিয়ে আমির হোসেনের ভাই হোসেন আলীকে আটক করা হয়েছে।

নিহত জালুর লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।