জয়পুরহাটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য ছিলেন বলে পুলিশের দাবি।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 05:49 AM
Updated : 5 May 2015, 12:39 PM

সোমবার রাত ৩টার দিকে ভূতগাড়ি এলাকার ওই ঘটনায় আরেক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে বলে পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান।  

নিহতরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুস সালাম (৫০) ও জয়পুরহাট সদরের পুরানাপৈল গ্রামের বাবু মিয়া (৪০)।

গুলিবিদ্ধ রমেশ চন্দ্রের (৪০) বাড়ি ফুলবাড়ির বলিরামপুর গ্রামে। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দুকযুদ্ধের সময় বজলুর রশিদ ও সেলিম নামের দুই পুলিশ কনস্টেবলও আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আবু হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মধ্যরাতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পাঁচবিবি থানা ও ডিবি পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশ ডাকাতদের ঘিরে ফেললে তারা গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।”

পরে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি করে পিস্তল ও বন্দুক, গুলি, কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানান ওসি।