পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা আহত

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নেতা আহত হয়েছেন। 

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 04:48 AM
Updated : 5 May 2015, 04:48 AM

আহত কুদ্দুস মণ্ডল চরমপন্থী দল কুদ্দুস বাহিনীর (এমএল লাল পতাকা) প্রধান বলে জানিয়েছে পুলিশ। 

কুদ্দুসের বাড়ি ঝিনাইদাহের শৈলকুপা থানার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ি ক্যানেল পাড়ে।

তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে পাংশা থানায় পাঁচটি মামলা রয়েছে বলে ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে কুদ্দুসকে গ্রেপ্তার সকরা হয়। জিজ্ঞাসাবাদে অস্ত্র থাকার কথা স্বীকার করলে তাকে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামে অভিযানে যায়।

“সেখানে অবস্থান নিয়ে থাকা কুদ্দুসের দলের লোকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইট ছোড়ে। এতে কুদ্দুস গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি করলে হামলাকারীরা পালিয়ে যায়।” 

পরে ওই কলাবাগন থেকে একটি ওয়ান শ্যুটারগান ও কাতুর্জ উদ্ধার করা হয় বলে জানান ওসি।

বাঁ পায়ে গুলিবিদ্ধ কুদ্দুস মণ্ডলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযানের সময় ইটের আঘাতে দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন,  “তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে ইকবাল হায়াত জানান।