ইংরেজিতে সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’

রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর বই ‘দেশে বিদেশে’ ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 06:22 PM
Updated : 3 May 2015, 06:22 PM

অবাঙালি পাঠকদের জন্য বইটি অনুবাদ করেছেন বিবিসির সাবেক দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নির্বাহী সম্পাদক নাজেস আফরোজ ।

‘ইন অ্যা ল্যান্ড ফার ফ্রম হোম’ শিরোনামের বইটির মোড়ক উম্মোচনে সোমবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধি কালাচারাল সেন্টার এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

ইন্দিরা গান্ধি কালাচারাল সেন্টারের গুলশানের অডিটরিয়ামে বইটি নিয়ে আলোচনা করবেন সাংবাদিক-লেখক-গবেষক আফসান চৌধুরী।

ভ্রমণ কাহিনীমূলক ‘দেশে বিদেশে’ বইতে ১৯২০ এর দশকে এক বিদেশির মাধ্যমে আফগানিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতির প্রত্যক্ষদর্শীর বর্ণনা তুলে ধরেছেন সৈয়দ মুজতবা আলী।

কিংবদন্তী এই বাঙালি লেখক একজন সাহসী পরিব্রাজকও; ১৯২৭ থেকে ১৯২৯ পর্যন্ত দেড় বছর কাবুলে শিক্ষকতাও করেছেন।

সে সময়ের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি লেখেন ‘দেশে বিদেশে’, যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়।