নিখোঁজ চিনিকল কর্মচারীর লাশ উদ্ধার

মাসাধিককাল নিখোঁজ থাকার পর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 10:48 AM
Updated : 3 May 2015, 11:07 AM

রোববার সকালে চিনিকল কোয়ার্টারের সামনে পুঁতে রাখা রফিউদ্দীন ওরফে রফির  (৫০) লাশ উদ্ধার করা হয়।

রফিউদ্দীন চিনিকলের গ্যারেজের ম্যাকানিক ছিলেন। তিনি মাগুরার  শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জড়িত অভিযোগে তার স্ত্রী ফাতেমা বেগম ও মিলের কর্মচারী আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত ২৬ মার্চ থেকে রফিউদ্দিন নিখোঁজ ছিলেন। গত ৩ এপ্রিল এ বিষয়ে চিনিকল কর্তৃপক্ষ কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির সূত্র ধরে গত কয়েকদিন ধরে রফিউদ্দীনের স্ত্রী ফাতেমাকে জিজ্ঞাসাবাদ  করা হয়। সে সময়ে তার কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যায়।

এরপর ফাতেমা কালীগঞ্জ থেকে মাগুরায় শ্রীপুর উপজেলায় বাবার বাড়ি পালিয়ে যান। পুলিশ সেখান থেকে তাকে আটক করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে।

ওসি বলেন, “আটকের পর জিজ্ঞাসবাদে ফাতেমা স্বামীকে হত্যার কথা স্বীকার করে এবং মিলের কোয়ার্টারের একটি বিল্ডিংয়ের সামনে একটি গোয়ালঘরে লাশ পুঁতে রেখে উপরে সিমেন্টের ঢালাই করে দেওয়া হয় বলে জানান।

“পরে ফাতেমাকে সঙ্গে নিয়ে সেখান থেকে লাশ উত্তোলন করে ঝিনাইদহ সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায়  জড়িত অভিযোগে চিনিকলের কর্মচারী আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলেও ওসি জানান।