পটুয়াখালীতে বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন, আহত হন অন্তত পাঁচ জন।   

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 09:27 AM
Updated : 3 May 2015, 09:27 AM

রোববার বগা বাজারের কাছে ইয়াকুব আলী শরীফ ডিগ্রি কলেজের সামনে লেবুখালী-বাউফল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. ওসমান গনি জানান, হতাহত সবাই স্থানীয়ভাবে ‘টমটম’ নামে পরিচিত ওই অটোরিকশার আরোহী ছিলেন।

নিহতের নাম মোসলেম খাঁ (৫৭)।

আহতরা হলেন- মো. শাহ অলম (৫০), ইমরান হোসেন (৩৫), মো. নিজাম (৪০), মো. সাগর (৪০) ও জলিল (৩০)। তাদের পটুয়াখালী ও বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সবার বাড়ি বগা ইউনিয়নের কৌ-খালী এলাকায় বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার জানান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হতাহতরা সবাই কৃষক। রোববার হাটের দিন হওয়ায় বগা বাজারে বিক্রির জন্য তারা টমটমে করে মুগডাল নিয়ে বাজারে যাচ্ছিলেন।

সকাল ৮টার দিকে বাউফল থেকে ঢাকার দিকে যাচ্ছিল সুগন্ধা পরিবহনের একটি বাস। কলেজের সামনে সংযোগ সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় টমটম চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে দ্রুত গতির বাসটির সঙ্গে ধাক্কা লেগে বাহনটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোসলেমের মৃত্যু হয়।

লাশ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।