হরিণের মাংসসহ বাবা-ছেলে আটক

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংসসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

বাগেররহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 02:45 PM
Updated : 27 April 2015, 02:45 PM

সোমবার বিকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন উত্তর রাজাপুর গ্রামের মো. ইউনুস হাওলাদার (৪৫) ও তার ছেলে নজরুল হাওলাদার (২৫)।

তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. রেজাউল করিম বলেন, সোমবার সকালে একদল চোরা শিকারি সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকা থেকে বিরল প্রজাতির চিত্রল হরিণ শিকার  করে।

ওই শিকার করা হরিণের মাংস শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ইউনুস হাওলাদারের বাড়িতে বসে ভাগবাটোয়ারা হচ্ছে এমন  খবর পেয়ে পুলিশ ও বনবিভাগ অভিযানে চালায়।

সেখানে গিয়ে ইউনুস ও নজরুলকে আটক করলে তারা তাদের ঘর থেকে ১২ কেজি হরিণের মাংস বের করে দেন।