সাতক্ষীরায় পুলিশ-ছিনতাইকারী ‘বন্দুকযুদ্ধ’

সাতক্ষীরা সদরে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 01:37 PM
Updated : 27 April 2015, 02:14 PM

রোববার রাতে রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন বলেও পুলিশ জানিয়েছে।

আহত সিদ্দিক তরফদারকে (৩৫) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তিনি খুলনার ডুমুরিয়ার ধামালিয়া গ্রামের গোলাম তরফদারের ছেলে।

এছাড়া ছিনতাইকারীদের গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন সাংবাদিকদের জানান, রোববার দুপুরে ছিনতাইকারী সিদ্দিক তরফদার সহযোগীদের নিয়ে শহরের কেষ্ট ময়রার মোড়ে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল।

ওই সময় পুলিশের এটিএসআই (সহকারী ট্রাফিক উপ-পরিদর্শক) সেলিম রেজা জনতার সহায়তায় ছিনতাইকারী সিদ্দিক তরফদারকে ৫০ হাজার টাকাসহ হাতেনাতে ধরে ফেলেন। 

কামাল হোসেন আরও জানান, সিদ্দিকের স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে তাকে নিয়ে সদরের রামচন্দ্রপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে পুলিশ অভিযান চালায়।

ওই সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

ওই সময় আগেই গ্রেপ্তার সিদ্দিক তার সহযোগী ছিনতাইকারীদের গুলিতে আহত হন।

এছাড়া দুই পুলিশ সদস্য কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল শরিফুল ইসলামও আহত হন।

তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গুলিবিদ্ধ সিদ্দিক তরফদার (৩৫) খুলনা জেলার ডুমুরিয়া থানার ধামালিয়া গ্রামের গোলাম তরফদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে বোমার অংশ, স্প্লিন্টার, গুলির খোসা ও একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে বলে কামাল হোসেন জানান।

এসআই সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, টাকা ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনায় দুটি মামলা করা হবে।

সদর থানার ওসি এমদাদ শেখ সাংবাদিকদের বলেন, ছিনতাইকারী দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।