পঞ্চগড়ে বেঁধে সাংবাদিক পেটানোর তদন্তে কমিটি

পঞ্চগড়ে গাছে বেঁধে সাংবাদিক পেটানোর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিজিবি।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 10:54 AM
Updated : 26 April 2015, 10:54 AM

শনিবার রাতেই বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক।

তিনি বলেন, কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একজন কৃষককে মারধরের তথ্য পেয়ে শনিবার দুপুরে বিজিবির ঘাগরা বিওপিতে গেলে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এবং জনকণ্ঠ ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এ রহমান মুকুলকে গাছের সঙ্গে বেঁধে পেটায় বিজিবি সদস্যরা।

এ সময় তার সঙ্গে থাকা আরেক সাংবাদিক পালিয়ে আত্মরক্ষা করেন।

রোববার দুপুরে লেফটেন্যন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হকের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিকরা।

দুপুরে সাংবাদিক মুকুল হাসপাতাল ছেড়ে বাড়িতে গেছেন। তার বাম হাতের একটি আঙুলের হাড় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।