বজ্রপাতে প্রাণ গেল ২৭ মহিষের

পটুয়াখালীর গলাচিপায় সাঁতরে নদী পার হওয়ার সময় বজ্রপাতে মারা গেছে ২৭টি মহিষ।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 01:56 PM
Updated : 25 April 2015, 01:56 PM

গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি জানান, শনিবার সকাল ৭টার দিকে উপজেলার আগুনমূখা নদীর বোয়ালিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এলাকার কালাম গাজী তার নিজের ১৬টি ও অন্য তিন কৃষকের ১১টি মহিষ নিয়ে চর কারফারমারে যাচ্ছিলেন।

“মহিষের পাল নদীর বোয়ালিয়া পয়েন্টে পৌঁছার পর বজ্রপাত হলে বিদ্যুতায়িত হয়ে সব মহিষ মারা যায়।”

অন্য ১১টি মহিষের মধ্যে আবুল গাজীর একটি, বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের নয়টি ও ফোরকান চৌকিদারের একটি মহিষ ছিল।