হালুয়াঘাটের সঙ্গে বাস-ট্রাক যোগাযোগ বন্ধ

হালুয়াঘাটের কয়লা আমদানিকারক ও বাস-ট্রাক মালিকদের দ্বন্দ্বের জেরে ময়মনসিংহের উপর দিয়ে হালুয়াঘটের সব বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 10:16 AM
Updated : 24 April 2015, 10:16 AM

কোনো ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে বাস-ট্রাক মালিকদের এ সিদ্ধান্তের কারণে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

জেলা মটর মালিক সমিতির বাস বিভাগের সেক্রেটারি বিকাশ সরকার জানান, হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরের আমদানিকারক সমিতির নেতারা কয়লা আনা-নেওয়ার কাজে ব্যবহৃত দুইটি ট্রাক প্রায় এক বছর ধরে আটকে রেখেছে।

এ নিয়ে হালুয়াঘাট উপজেলা বাস-ট্রাক মালিক সমিতির সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল।

এটি মীমাংসা না হওয়ায় ময়মনসিংহ জেলা বাস-ট্রাক মালিক সমিতির নেতারা হস্তক্ষেপ করলেও কোনো কাজ হয়নি। তাই মালিক সমিতি কার্যকরী কমিটির সভায় অনির্দিষ্টাকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেয়।

ফলে সকাল থেকে হালুয়াঘাটের সঙ্গে ময়মনসিংহ হয়ে চলাচলকারী সারা দেশের বাস-ট্রাক অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বলে জানান বিকাশ। 

বিকাশ সরকার আরও বলেন, সমাস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে।

এদিকে হালুয়াঘাট গোবরাকুড়া আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন।