ছিনতাইকারীর গুলিতে পুলিশ আহত, গ্রেপ্তার ২

নরসিংদীর রায়পুরায় গাড়ি ছিনতাইকারী ধরতে গিয়ে তাদের গুলিতে গোয়েন্দা পুলিশের  এক এসআই ও কনস্টেবল আহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 03:07 PM
Updated : 20 April 2015, 03:07 PM

পুলিশ জানায়, সোমবার নীলকুটি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনার পর অস্ত্র ও গুলিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দ্বীন ইসলাম রানা (৩৮) ও জামাল মিয়ার (৫৫) কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

আহত গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল গাফ্ফার ও  কনস্টেবল সঞ্জয় কুমার সাহাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই গাফ্ফার জানান, গোপন খবর পেয়ে দুপুর ১২টা থেকেই গোয়েন্দা পুলিশ ওই এলাকায় ওঁৎ পেতে থাকে।

বেলা আড়াইটার দিকে গাড়ি ছিনতাই চক্রের হোতা দ্বীন ইসলাম রানা ও জামাল মিয়া একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে।

ওই সময় পুলিশ তাদের আটকের চেষ্টা করলে দ্বীন ইসলাম পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এসআই গাফ্ফার ও কনস্টেবল সঞ্জয় কুমার সাহা আহত হন।

এ সময় অন্যরা পেছন থেকে তাড়া করে দ্বীন ইসলাম ও জামাল মিয়াকে ধরে ফেলে।

এ ব্যাপারে রায়পুরা থানায় এসআই গাফ্ফার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানান এসআই গাফফার।