কুমিল্লা সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

কুমিল্লা আদর্শ সদর উপজেলা সীমান্তের ওপারে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 01:38 PM
Updated : 19 April 2015, 01:38 PM

বিজিবি জানিয়েছে, শনিবার রাতে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। রোববার বিকালে লাশ হস্তান্তর করা হয়।  

নিহত নুরুল ইসলাম (৪৫) সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবি ১০ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান জানান, শনিবার গভীর রাতে এ হত্যাকাণ্ড হয়। রোববার সকালে বিএসএফ চিঠি দিয়ে বিজিবিকে বিষয়টি জানায়।

এরপর উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

তিনি বলেন, বিএসএফ চিঠিতে দাবি করেছে যে, নুরুল ইসলাম ভারতের সোনাপুর গ্রামে ‘চুরি করতে গিয়ে’ স্থানীয়দের পিটুনিতে মারা গেছেন। পরে এ বিষয়ে কুমিল্লা সদরের বিবিরবাজরের কটকবাজার সীমান্তে বিজিবি-বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বিকাল ৪টায় পুলিশের কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।

সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল জানান, বিকাল ৫টায় কুমিল্লার সহকারী কমিশনার ভূমি মো. শামীম হোসেন ও কোতোয়ালি থানার ওসি খোরশেদ আলমের উপস্থিতিতে তিনি লাশ গ্রহণ করেন তিনি।