ঢাকায় আরেক কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

তিন দিনের ব্যবধানে ঢাকায় আরেক কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার হয়েছেন। বিএনপির এই নেতার বিরুদ্ধেও নাশকতার মামলা রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 01:09 PM
Updated : 19 April 2015, 01:09 PM

গ্রেপ্তার কাজী হাসিবুর রহমান ২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ ওয়ার্ডের প্রার্থী। তার নির্বাচনী প্রতীক ঝুড়ি।

এর আগে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ এল এম কাওছার আহম্মেদ।

কাওছার বিএনপির সমর্থন নিয়ে ভোটের লড়াইয়ে নামলেও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন হাসিব। ওই ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী হলেন লোকমান হোসেন ফকির।  

হাসিবকে শনিবার রাতে তার চামেলীবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পল্টন থানার ওসি মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসিবের বিরুদ্ধে নাশকতার অভিযোগে চারটি মামলা রয়েছে।

বিএনপি জোটের হরতাল-অবরোধে বোমা বিস্ফোরণ, গাড়ি পোড়ানো ও পুলিশের কাজে বাধার অভিযোগে এই মামলাগুলো হয়।

সরকারবিরোধী আন্দোলনে নাশকতার বিভিন্ন মামলা মাথায় নিয়ে বিএনপি নেতারা ভোটে এলেও নির্বিঘ্ন প্রচারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন।

তবে পুলিশ বলেছিল, কোনো প্রার্থী আসামি হলে তার যদি আদালত থেকে জামিন না থাকে, তবে তারা গ্রেপ্তারের ক্ষেত্রে ছাড় দেবে না।

বিএনপি বলছে, তাহলে ভোটের সব প্রার্থীর প্রচারের সমান সুযোগ নিশ্চিত হবে না।