কুষ্টিয়ায় হাতবোমাসহ ১৬ জামায়াতকর্মী আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 01:22 PM
Updated : 18 April 2015, 01:22 PM

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দারুস সালাম এলাকায় জামায়াত নিয়ন্ত্রিত দারুস সালাম একাডেমি ও ইসলামী আর্দশ স্কুল থেকে তাদের আটক করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে এতিমদের জন্য পরিচালিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় তলার একটি কক্ষে শিবির নেতারা বাইরে থেকে তালা দিয়ে গোপন বৈঠক করছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

তালা ও ভেতরের সিটকিনি ভেঙে ওই কক্ষে ঢুকে বৈঠকরত ১৬ জনকে আটক করা হয়। এসময় সেখানে ছয়টি হাতবোমা, একটি ব্যানার ও উসকানিমূলক বক্তব্যের বিভিন্ন লিফলেট পাওয়া যায়।

মিরপুর থানার ওসি কাজি জালাল উদ্দিন জানান, আটককৃতদের বাড়ি বাগেরহাট, কুষ্টিয়া, মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঝিনাইদহসহ দেশের বিভ্ন্নি জেলায়।

এদের অধিকাংশই শিবিরের নেতাকর্মী হলেও কয়েকজন জামায়াতের কর্মী বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

বড় ধরনের কোনো নাশকতা করার জন্য তারা রুদ্ধদ্বার কক্ষে এক হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।