সুনামগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে ধানকাটা শ্রমিকসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হন তিন জন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 02:53 PM
Updated : 2 May 2015, 07:10 AM

শুক্রবার বিকালে কালবৈশাখী ঝড়ের সময় এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

দিরাইয়ে মৃতরা হলেন ধানকাটা শ্রমিক মিলাদ মিয়া (৩০), কৃষক জমসেদ আলী (৪৫), জ্ঞানেন্দ্র দাস (৫০), সামছুল হক (২৮) ও জুয়েল মিয়া (২০)।

আহত আবু তাহের, মবিন ও ফারুককে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দিরাই থানার ওসি মোহাম্মদ বায়েছ আলম বজ্রপাতে পাঁচজনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকালে দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটতে গিয়ে তারা বজ্রপাতের শিকার হয়ে মারা যান।

এদের মধ্যে মিলাদ মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের কনা মিয়ার ছেলে, জমসেদ আলী দিরাই পৌর এলাকার বড়ারগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে, জ্ঞানেন্দ্র দাস দিরাইয়ের রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের মৃত নরেন্দ্র দাসের ছেলে, সামছুল হক একই উপজেলার নকদিপুর গ্রামের ও জুয়েল মিয়া দিরাই পৌর এলাকার বাসিন্দা।   

এদিকে, জেলার জামালগঞ্জ উপজেলায় পাকনার হাওরে বজ্রপাতে মৃত কিশোর বামন মিয়া (১৬) ফেনারবাক ইউনিয়নের গজারিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে।

জামালগঞ্জ থানার ওসি আতাউর রহমান ব্রজপাতে তারা মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।