আড়াই ঘণ্টা পর কিশোরগঞ্জে ট্রেন চলাচল শুরু

কিশোরগঞ্জের ভৈরবে আন্তঃনগর ট্রেন ‘এগারসিন্ধুর এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর জেলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ ফের শুরু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 07:13 AM
Updated : 17 April 2015, 08:18 AM

কিশোরগঞ্জ স্টেশন মাস্টার জয়ন্ত মজুমদার বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ভৈরবের জগন্নাথপুর এলাকায় ট্রেন ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

এরপর আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ চালানোর পর বেলা দেড়টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্মকর্তা জয়ন্ত বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘এগারসিন্ধুর এক্সপ্রেস’ ভৈরব জংশন পেরোনোর পর জগন্নাথপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

এতে কিশোরগঞ্জের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

এরপরই আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর পাঠানো হয়েছিল বলে জানান তিনি।