চট্টগ্রামে ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিকসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের একটি বাড়ি থেকে পুলিশ ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুইজন মিয়ানমারের নাগরিক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 11:03 AM
Updated : 16 April 2015, 11:03 AM

বুধবার গভীর রাতে ফিরিঙ্গি বাজারের বংশাল রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার এসআই উৎপল বড়ুয়া জানান।

গ্রেপ্তার তিনজন হলেন- আবু তাহের (৪৯), হামিদ উল্লাহ (৪০) ও নঈমুল হক (২৩)। এদের মধ্যে হামিদ ও নঈমুল মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা।

এসআই উৎপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বংশাল রোডের নতুন মসজিদ এলাকার ওই চার তলা ভবনের মালিক আবু তাহের নামের এক ব্যক্তি। সেখানে তল্লাশি চালিয়ে তিনজনের কাছে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

“হামিদ ও নঈমুল গত ১০ এপ্রিল ভ্রমণ পাস নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। তারা এর আগেও একাধিকবার বাংলাদেশে আসেন।”

মিয়ানমারের নাগরিক হলেও আবু তাহেরের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে বলে এসআই উৎপল জানান।  

“তিনি মিয়ানমার থেকে বিভিন্ন সময়ে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করেছেন বলে আমরা তথ্য পেয়েছি। তার নাগরিকত্বের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।”