কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে দুটি গ্রুপ পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে।

আরিফুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2015, 12:11 PM
Updated : 10 April 2015, 12:11 PM

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক এবং দুই যুগ্ম আহ্বায়ক এসব কমিটির অনুমোদন দেন।

গত মঙ্গলবার ও বুধবার আহ্বায়ক মাহমুদুর রহমান মাছুম বাণিজ্য অনুষদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার কমিটির অনুমোদন দেন।

এরপর ৯ এপ্রিল দুই যুগ্ম আহ্বায়ক আল আমিন অর্ণব ও সৈয়দ শাহরিয়া মাহমুদ বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ও চারটি অনুষদ কমিটির অনুমোদন দেন।

পরদিন বিষয়টি ক্যাম্পাসের সাংবাদিকদের জানিয়ে এ দুই নেতার স্বাক্ষরিত কপি সরবরাহ করা হয়।

পৃথক কমিটি ঘোষণার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক (২) সৈয়দ শাহরিয়া মাহমুদ বলেন, “যখন কেন্দ্রীয় কমিটি আমাদের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছিল তখন বলা হয়েছিল যে আহ্বায়ক একার ক্ষমতায় কোনো কমিটির অনুমোদন দিতে পারবে না, সেক্ষেত্রে দুই যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর অবশ্যই লাগবে।”

যুগ্ম আহ্বায়ক (১) আল আমিন অর্ণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক একা কমিটির অনুমোদন দেওয়ার এখতিয়ার রাখে না। এ ক্ষেত্রে আহ্বায়ক ব্যক্তিগতভাবে কমিটি দেওয়ার পর আমরা কমিটি দিয়েছি।”

তবে এ বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক মাহমুদুর রহমান মাছুমের দাবি, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটির অনুমোদনে আহ্বায়ক ছাড়া অন্য কেউ স্বাক্ষর করতে পারে না।