স্ত্রী ‘নির্যাতনকারী’ মেজর নাজিরকে অপসারণের দাবি

নুসরাত জাহান তুষ্টিকে ‘নির্যাতনকারী’ স্বামী মেজর নাজিরকে সেনাবাহিনী থেকে অপসারণে দাবিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2015, 01:05 PM
Updated : 2 April 2015, 03:52 PM

বৃহস্পতিবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশের এক মানববন্ধনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান এই দাবি তুলেন।

বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী নুসরাতের নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মানববন্ধন শেষে মেজর নাজিরের শাস্তি ও তার অপসারণের দাবিতে একটি বিক্ষোভ মিছিল কলাভবন ঘুরে বাণিজ্য অনুষদ গিয়ে শেষ হয়।

যৌতুকের দাবিতে সোমবার টাঙ্গাইলের কালিহাতিতে শ্বশুর বাড়িতে নুসরাতকে বেঁধে নির্মমভাবে পেটায় তার স্বামী মেজর নাজির উদ্দিন। তিনি এখন ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

নুসরাতকে উদ্ধার করতে গেলে তার বাবা নুরুল ইসলাম ভুইয়া, মা শাহনাজ আক্তার ও ভাই মুঈদ হাসান তড়িতকেও মারধর করা হয়।

নাজির উদ্দিন চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্লাটুন কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন।

মানববন্ধনে অধ্যাপক আতাউর বলেন, “সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী। তাই মানুষ নিরাপত্তার শেষ আশ্রয় হিসেবে সেনাবাহিনীর কাছেই যায়। তার (নাজির) মতো একজন সেনা কর্মকর্তার জন্য সুশৃঙ্খল এই বাহিনীর ওপর যাতে কোনো প্রভাব না পড়ে তাই ওই মেজরকে অপসারণের দাবি জানাচ্ছি।”

সেনা কর্তৃপক্ষের প্রতি উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা বাহিনীর সুনাম রক্ষার্থে আগামী রোববারের মধ্যে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করুন এবং ন্যায় বিচার করুন।”

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক আব্বাস আলী খান, অধ্যাপক আলী আক্কাস ও সহযোগী অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরী।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।