তালায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, যাকে ডাকাত বলে চিহ্নিত করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 01:24 PM
Updated : 1 April 2015, 01:24 PM

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন বলেও দাবি পুলিশের।

তালা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মঙ্গলবার গভীর রাতে ইসলামকাটি বিএম কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

বাম পায়ে গুলিবিদ্ধ আতিয়ার রহমান মোড়ল (৩৮) তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামের আফসার মোড়লের ছেলে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সাংবাদিকদের জানান, গভীর রাতে একদল ডাকাত অস্ত্রশস্ত্রসহ ডাকাতির জন্য ইসলামকাঠি বিএম কলেজ মাঠ জড়ো হয়।

গোপনে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা কয়েকরাউন্ড গুলি ছোড়ে ও হাতবোমা নিক্ষেপ করে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করে।

পুলিশ পাল্টা গুলি চালালে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়, অন্যরা পালিয়ে যায়। 

ওসি আরও জানান, আতিয়ারের বিরুদ্ধে তালা ও পাটকেলঘাটা থানায় আটটি মামলা রয়েছে। 

ওসি আরও জানান, ডাকাতদের ছোড়া গুলিতে এএসআই সেলিম ও কনস্টেবল আল আমিন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।