চট্টগ্রাম কারাগারে পরীক্ষায় বসলেন ৪২ জন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৪২ বন্দি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 07:37 AM
Updated : 1 April 2015, 07:37 AM

কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন জানান, ২৩ জন বন্দি এইচএসসি, ১৮ জন আলীম ও একজন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন।

কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া বলেন, আদালতের অনুমতি নিয়ে স্বাভাবিক পরিবেশে বন্দিরা পরীক্ষা দিয়েছেন।

“কারাগারের প্রশাসনিক ভবনের দুটি কক্ষকে হলরুম বানিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাদের জন্য ম্যাজিস্ট্রেট ও কেন্দ্র পরিদর্শকও নিয়োগ করা হয়েছে।”

পরীক্ষার্থীদের অধিকাংশই বিভিন্ন সময়ে নাশকতার মামলায় এবং কয়েকজন মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধের মধ্যেই বুধবার সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার আট লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিআইবিএসে চার হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়া বিদেশের সাতটি কেন্দ্রে ২৪১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।