মানিকগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 01:16 PM
Updated : 30 March 2015, 03:14 PM

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, সোমবার বিকালে সদর উপজেলার হাসলি গ্রামে নাছির উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার বালিরটেক গ্রামের সামছুদ্দিনের ছেলে মো. শাহীন (২০) এবং শানবান্ধা গ্রামের অজিত চন্দ্র সরকারের ছেলে গোপাল চন্দ্র সরকার (৩২)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহাদাত বলেন, দুই সপ্তাহ আগে নাছির উদ্দিনের বাড়িতে নতুন একটি সেপটিক ট্যাংক স্থাপন করা হয়। বিকার ৪টার দিকে সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খোলার জন্য গোপাল নির্মাণাধীন ওই সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন।

“বেশ কিছুক্ষণ যাওয়ার পর তিনি বের না হলে শাহীন সেখানে নামেন। এরপর বাড়ির লোকজন দুজনের কারও কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের লাশ উদ্ধার করে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আবদ্ধ স্থানে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে। এই বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।