গোপালগঞ্জে দুদলের সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জে সদরের মাঝিগাতী ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 12:34 PM
Updated : 29 March 2015, 12:34 PM

রোববার গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়েছে।

পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে সংঘর্ষ থামায়।

পুলিশ জানায়, আহতদের মধ্যে আনিস কাজী (২৫) নামের এক জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে কয়েকজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।  

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে মাঝিগাতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুকসুদ আলী খান ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মুকুল খানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জেরে সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

ওসি বলেন, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে অন্তত ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া ১৬ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের পুলিশ আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।