বগুড়ায় মুশফিককে ফুলেল সংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষত ও ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে সংবর্ধনা দিয়েছে বগুড়াবাসী।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 04:03 PM
Updated : 28 March 2015, 04:03 PM

শনিবার বিকালে শহরের সাতমাথায় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতমাথার মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুর থেকেই বগুড়ার সন্তান মুশফিককে এক নজর দেখতে হাজারো মানুষের ঢল নামে। মুশফিক মঞ্চে আসার আগেই সমস্ত সাতমাথা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শকদের মধ্যে স্কুল-কলেজের ছেলে-মেয়েরাই ছিল বেশি। মুশফিক মঞ্চে এসে পৌঁছালে সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মঞ্চে বগুড়ার উদীয়মান ক্রিকেটাররা মুশফিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর একে একে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, পূজা উদযাপন পরিষদ, পৌরসভা, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ শুভেচ্ছা জানায়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, মুশফিকুর রহিমের বাবা আব্দুল হামিদ তারা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খাজা আবু হায়াত হিরু, সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম টুটুল, যুগ্ম সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন, সুলতান মাহমুদ খান রনি, কার্যনির্বাহী সদস্য শাজাহান আলী বাবু, আমিনুল ফরিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদ্য বিশ্বকাপ ফেরত বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক বলেন, “আমরা প্রত্যেক খেলোয়াড়ই কোয়ার্টার ফাইনালে যাওয়ার বাংলাদেশের মানুষের আশার পূরণের চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত কোয়ার্টার ফাইনালের খেলায় কিছু সিদ্ধান্ত আমাদের বিপরীতে যাওয়ায় আমরা হেরে যাই।”

বগুড়ার মানুষের প্রাণঢালা অভিন্দনের জবাবে মুশফিক বলেন, “বগুড়ার মানুষের এতো ভালোবাসা দেখে আমার খুব ভাল লাগছে। খেলার সময়ও দেশবাসীর উৎসাহ ভালোবাসা আমাদেরকে অনুপ্রেরনা ও সাহস যুগিয়েছে।”

বগুড়ায় একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার জন্য সবার সহযোগিতা চান তিনি।