গাজীপুরে সন্ত্রাসী হামলায় দম্পতি আহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক দম্পতির ওপর হামলা চালিয়ে তাদের আহত করেছে একদল দুর্বৃত্ত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 07:07 AM
Updated : 25 March 2015, 07:24 AM

মঙ্গলবার গভীর রাতে প্রহ্লাদপুর ইউনিয়নের সেরালিয়া বাড়ি এলাকায় ফজর আলী (৪৫) ও তার স্ত্রী জোসনা বেগমের (৩৫) ওপর এ হামলা হয় বলে শ্রীপুর থানার এসআই মো. হাফিজুর রহমান জানান।

আহত ফজরকে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে এবং জোসনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মো. হাফিজ জানান, একদল সন্ত্রাসী রাতে মাটির ঘরের দরজার খিল খুলে ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা ফজরের মাথায় কোপ দেয় এবং তার স্ত্রী জোসনার মাথায় আঘাত করে পালিয়ে যায়। হামলায় ফজর কপাল, বাঁ কান ও চোখে আঘাত পান। 

চিৎকার শুনে পাশের ঘরে থাকা তাদের বড় ছেলে রতন মিয়ার প্রথম স্ত্রী জাহানারা বেগম গিয়ে শ্বশুর-শাশুড়িকে গুরুতর জখম অবস্থায় দেখে অন্য স্বজন ও পুলিশে খবর দেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

আহত ফজরের ভাই হযরত আলী বলেন, তার ভাই দীর্ঘদিন সৌদি আরব থেকে তিনবছর আগে দেশে ফেরেন।

“বিদেশে থাকাকালে তিনি যে টাকা পাঠাতেন তা লেনদেনে সহায়তা করতেন স্থানীয় আউয়াল মিয়া। ওই সময় জোসনার সঙ্গে আউয়ালের সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে আউয়াল ও ফজরের বিরোধ হয়। এছাড়া তাদের বড় ছেলে রতনের দ্বিতীয় বিয়ে নিয়েও তাদের পরিবারে বিরোধ চলছিল।”

রতনের প্রথম স্ত্রী জাহানারা শ্বশুর-শাশুড়ির সঙ্গেই থাকেন। দ্বিতীয় বিয়ের পর থেকে রতন আলাদা থাকেন।

ফজর ও জোসনার জুয়েল রানা নামে আরেক ছেলে আছেন, যিনি বিদেশে থাকেন বলে হযরত আলী জানিয়েছেন।    

ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আমির হোসেন জানান, ফজরের স্ত্রী জোসনা ও আউয়ালের সম্পর্ক এবং ফজরের ছেলের দ্বিতীয় বিয়ে নিয়ে শালিস বৈঠক হয়েছিল।

পারিবারিক এসব বিরোধের কারণেই এ হামলা হতে পারে বলে ধারণা করছেন তিনি।   

খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ।  

এ ঘটনায় জড়িত কাউকে সকাল পর্যন্ত আটক করা যায়নি বলে পুলিশ কর্মকর্তা হাফিজুর জানিয়েছেন।