নীলফামারীতে চা বাগানের যাত্রা শুরু

নীলফামারীতে চা চাষের সূচনা করেছে স্থানীয় একটি প্রতিষ্ঠান।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 03:49 PM
Updated : 24 March 2015, 03:49 PM

মঙ্গলবার দুপুরে জেলা সদরের ধোবাডাঙাগা গ্রামে চায়ের চারা রোপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ‘নীলসাগর গ্রুপের’ চেয়ারম্যান আহসান হাবিব লেলিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলসাগর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অনুভব সেভিং অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করা হয়েছে।

প্রাথমিকভাবে ৫০ বিঘা জমিতে চায়ের চারা রোপন করা হচ্ছে। এটিকে পর্যায়ক্রমে ছড়িয়ে দিয়ে জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার আশা ব্যক্ত করেন হাবিব।

এ ব্যাপারে নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা সামসুজ্জামান বলেন, এ জেলার মাটি চা চাষের উপোযোগী। এলাকার জমি সমতল হলেও বর্ষায় জমিতে পানি জমে না। ফলে এই জমিতে জৈব সার প্রয়োগে মাটির সামান্য গুণ পরিবর্তন করে চায়ের চাষ করা সম্ভব।

নতুন এ উদ্যোগের ফলে অন্যরা চা-চাষে আগ্রহী হয়, তবে কৃষি বিভাগ তাদের সব ধরনের সহায়তা দেবে বলে জানান তিনি।

এ অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা সামসুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আকতাবুজ্জামান চয়ন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা, অনুভব ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তামজিদুল আলম, জেলা সমন্বয়কারী শিশির রঞ্জন রায় ও মোটিভেশন অফিসার উত্তম কুমার তরফাদার উপস্থিত ছিলেন।